We a good story
Quick delivery in the UK

Books by ি

Filter
Filter
Sort bySort Popular
  • by &#2478, &#2494, &#2489, et al.
    £10.49

    মস্ত বড় এই পৃথিবী, তার চেয়ে বড় মানুষের মাথা। মাথা বলতে ব্রেইন। ব্রেইন এতো বড়, এত তিখর ধারণাতীত। এই ব্রেইন এক করে ফেলতে পারে আসমান জমিন। আবার এই ব্রেইনই মানুষ করে তুলেছে মহান সেই সাথে করে তুলেছে পুশুর চেয়ে নিকৃষ্ট । যার যার দৃষ্টি ভঙ্গি, কাকে কোথায় নিয়ে যায়, বলা যায় না। আজ আমার চিন্তা চেতনা নিয়ে এসেছে আপনাদের দ্বারে, আপনাদের দুয়ারে, আশা রাখি ফেলে দিবেন না ডাস্টবিনে। একটি কবিতা লিখার প্রয়াস নিয়ে বসি যখন কলম হাতে এ হাত থর থর করে উঠে কেঁপে। রবি ঠাকুরের শেষের কবিতায় মন মনস্তর হয়ে উঠে। কাজী নজরুলের সেই দুঃখু মিয়া হতে সাধ জাগে, বা জীবন বাবুর ন্যায় আবার আসিব ফিরে ধানসিঁড়ির ঐ তীরে, হাসন রাজার ভাটিয়ালি সুরে গাহিব গান নদীর কোল ঘেঁষে খুঁজে ফিরিব সতেজ বাঙালি প্রান বাংলার মাঠ - মাঠন্তরে । আরও সাধ জাগে, হুমায়ন আহমেদর হিমু চরিত্রে হাঁটিব রাত ফুটপাত ধরে। একটি কবিতা লিখার প্রয়াস নিয়ে বসি যখন কলম হাতে, এ হাত থর থর করে উঠে কেঁপে । এই কবিতার পাংউক্তলি তাই সসম্মানে গচিত রাখি। উৎসর্গ করি কবি গুরুজনদের, জ্ঞাপন করি আরও শ্রদ্বা ভরা ভক্তি । ধন্যবাদান্তে, মাহমুদুল আলম দিপু

Join thousands of book lovers

Sign up to our newsletter and receive discounts and inspiration for your next reading experience.