Join thousands of book lovers
Sign up to our newsletter and receive discounts and inspiration for your next reading experience.
By signing up, you agree to our Privacy Policy.You can, at any time, unsubscribe from our newsletters.
বিজু আর তার পরিবার উড়িষ্যার এক দূর গ্রামের তাঁতি। অপূর্ব সুন্দর সব কাপড় বোনে ওরা। সেই কাপড় বেচা হয় ভারতের নানা শহরে, এমনকি দেশের বাইরেও । বিজু যখন বাবার সাথে দিল্লীতে শাড়ি বেচেতে গেলো, তখন সে কি করলো, কেমন করে শহরের একটা ছেলেকে তাক লাগিয়ে দিলো বিজু, তার কেরামতি দেখিয়ে, এইসব নিয়েই এই গল্প। জয়া জেটলির এই মজাদার গল্পের চিত্রাঙ্কন করেছেন ভ্রমর নায়ক, পটচিত্র শৈলী ব্যৱহাৰ করে ।জয়া জেটলি একজন সমাজকর্মী ও রাজনৈতিক কর্মী এবং শিল্পকর্ম বিষয়ক অসাধারণ লেখিকা। তিনি দস্তকারী হাট সমিতির প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট, এবং কুটিরশিল্প ও হাতে বোনা কাপড়ের ডিজাইন ও বিপণনের জন্য তিনি তিরিশ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় কুটিরশিল্পীদের সাথে কাজ করেছেন।
Sign up to our newsletter and receive discounts and inspiration for your next reading experience.
By signing up, you agree to our Privacy Policy.